বইপত্তরের উপস্থিতি এখন অফলাইনেও
অনলাইনের পাশাপাশি বইপত্তর এখন অফলাইনেও।
কলেজ স্কোয়ারের পাশের রাস্তা সূর্য সেন স্ট্রিট ধরে শিয়ালদহের দিকে খানিক এগোলে ডানদিকে কানাই ধর লেন। ১৬ নম্বর বাড়ির দোতলায় বইপত্তরের ডেরা।
অনলাইনে যে-সব বই পাচ্ছেন, তার বাইরেও এখানে পাবেন বাংলাদেশের বাছাই বই, নতুন ও পুরনো ইংরাজি বই, নতুন-পুরনো লিটল ম্যাগাজিনের সংখ্যা, নকশার পোশাক ও নোটবই, বাংলার জড়ানো ও চৌকো পট, ছবির প্রিন্ট ও পোস্টার, ধাতু ও পোড়ামাটির ভাস্কর্য এবং আরও অনেক কিছু।
সময় করে একবার আসুন।
সোম থেকে বুধ ১২টা থেকে ৬টা।
বৃহস্পতি থেকে শনি ১২টা থেকে ৮টা